Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 উপজেলা নির্বাহী আফিসারের কার্যালয়

  সেনবাগ, নোয়াখালী।

সেনবাগ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভার কার্য বিবরণীঃ -

 

সভাপতিঃ উপজেলা নির্বাহী অফিসার, সেনবাগ উপজেলা, নোয়াখালী

সভার স্থানঃ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষ, সেনবাগ উপজেলা, নোয়াখালী

সভার তারিখঃ ২৩/০৯/২০১৪ খ্রিঃ           সময়ঃ দুপুর ১২:০০ ঘটিকা

উপস্থিতিঃ পরিশিষ্ট ‘‘ক’’

অনুপস্থিতিঃ পরিশিষ্ট ‘‘খ’’

 

সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। অতঃপর বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শোনানো হয় এবং কোন রকম পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনী না থাকায় তা সর্ব সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

 

 

ডমুরুয়া ইউপি চেয়ারম্যান সভায় জানান যে, মদ, গাজার ব্যবহার তার ইউনিয়নে অনেকাংশে কমলেও একেবারে নির্মূল হয়নি। তিনি পুলিশ টহলের জন্য অনুরোধ করেন।

 

ডমুরুয়া ইউপি চেয়ারম্যান সভায় জানান যে, তার ইউনিয়নে হাজার হাজার বোতল মদ, গাজা ও অন্যান্য মাদকদ্রব্য আনা-নেয়া ও বিক্রি করছে। কেউ প্রতিবাদ করলে তার বাড়িতে মদের বোতল রেখে তাকে ধরিয়ে দেয়ার হুমকিও দিয়ে থাকে। তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন।

 

৭ নং ইউপি চেয়ারম্যান সভায় জানান যে, তার ইউনিয়নে প্রচুর মাদকদ্রব্য ব্যবহৃত হয়ে আসছে এবং থানা পুলিশের সহযোগিতা পেলে ধরিয়ে দেয়া সম্ভব বলেও তিনি জানান।

 

জনাব শিরিন সুলতানা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

 

সভাপতি, সেনবাগ উপজেলা প্রেস ক্লাব, সেনবাগ উপজেলা সকলকে শুভেচ্ছা জানান। তিনি একটি সভা থেকে আরেকটি সভা পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক আইন-শৃঙ্খলার একটি চিত্র তুলে ধরার জন্য প্রস্তাব করেন। তিনি বলেন যে, চারদিকে মাদক ছড়িয়ে পড়েছে। ছাতারপাইয়া ইউপিতে ঝাঁড়-ফুঁকের ব্যবসা চলে।

 

উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, গাড়ী চলাচলের সুবিধার্থে বাজারের যানজট পরিস্কার করা হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। তিনি সকল ইউপি চেয়ারম্যানগণকে সজাগ থাকার জন্য অনুরোধ করেন।

 

মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী -২ (সেনবাগ) লাইসেন্সবিহীন গাড়ী চালানো এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ীর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ মাদক নির্মূলে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

 

 

 

বিস্তারিত আলোচনামেত্ম নিম্নলিখিত সিদ্ধামত্ম সমূহ গৃহীত হয়।

 

ক্রঃ নং

সিদ্ধান্ত সমূহ

বাস্তবায়নে

০১

৩ নং, ডমুরুয়া ও ২ নং  ইউপিতে মদ, গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রতিরোধের লক্ষ্যে পুলিশ টহলের ব্যবস্থা গ্রহণের জন্য  সিদ্ধান্ত গৃহীত হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনবাগ থানা এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

০২

ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য

সিদ্ধান্ত গৃহীত হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনবাগ থানা

০৩

৮নং  ইউপিতে ঝাঁড় ফুঁকের ব্যবসা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনবাগ থানা

০৪

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ মাদক নির্মূলের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনবাগ থানা

০৫

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে রেজিস্ট্রেশন ও লাইসেন্স বিহীন সিএনজি ও ট্রাক্টর চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি), সেনবাগ/ ভারপ্রাপ্ত কর্মকর্তা, দেবিদ্বার থানা।

 

সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে  সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

                                                                                                                                              স্বাক্ষরিত/-

(উদয়ন দেওয়ান)

সভাপতি

                     উপজেলা আইন-শৃংখলা কমিটি

উপজেলা নির্বাহী অফিসার

 সেনবাগ, নোয়াখালী

 

অনুলিপিঃ সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলো -

1.      জনাব  মোর্শেদ আলম, মাননীয় সংসদ সদস্য, ২৬৯ নোয়াখালী-২- (সেনবাগ) ও মূখ্য উপদেষ্টা, উপজেলা আইন- শৃংখলা কমিটি, 

 সেনবাগ, নোয়াখালী

2.     সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

3.    জেলা প্রশাসক, নোয়াখালী

4.      চেয়ারম্যান, উপজেলা পরিষদ, 

 সেনবাগ, নোয়াখালী

 

5.     ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সেনবাগ, নোয়াখালী

6.     উপজেলা...............................কর্মকর্তা,সেনবাগ, নোয়াখালী

7.     ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনবাগ, থানা

8.     চেয়ারম্যান...............................ইউপি, (সকল), সেনবাগ, নোয়াখালী

9.     জনাব .....................................................................................

                                                                                               স্বাক্ষরিত

উপজেলা নির্বাহী অফিসার

   সেনবাগ, নোয়াখালী