Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেনবাগ উপজেলা পরিষদের ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট সংক্রান্ত উন্মুক্ত সভার নোটিশ
বিস্তারিত

সেনবাগ উপজেলা পরিষদ                                                                                                                                                                                                       সেনবাগ, নোয়াখালী।

স্মারক নং : উজেপ/সেন/নোয়া/(বাজেট)/২০১৬-২৮                                      তারিখ : ১৩ এপ্রিল ২০১৬ খি:।

 

২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট সংক্রান্ত উন্মুক্ত সভার নোটিশ

 

এতদ্বারা সেনবাগ উপজেলাধীন সকল জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯ এপ্রিল ২০১৬ খ্রিঃ রোজ মঙ্গল বার সকাল ১০.০০ ঘটিকায় সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভবনে জনাব আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, সেনবাগ উপজেলা পরিষদ এর সভাপতিত্বে ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট প্রণয়নের জন্য বাজেট সংক্রান্ত উন্মুক্ত সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভার সকলকে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

                                                                                         

 (মোঃ আবু হাসান সিদ্দিক)                                                                                            উপজেলা নির্বাহী অফিসার

মুখ্য নির্বাহী কর্মকর্তা

সেনবাগ উপজেলা পরিষদ                                                                                              সেনবাগ, নোয়াখালী।

ফোন-০৩২২৫-৫৬০০১

 

স্মারক নং : উজেপ/সেন/নোয়া/(বাজেট)/২০১৬-                                         তারিখ : ১৩ এপ্রিল ২০১৬ খি:।

সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে জন্য প্রেরণ করা হল :-

১। মাননীয় জাতীয় সংসদ সদস্য, নোয়াখালী-২ও মাননীয় উপদেষ্টা, সেনবাগ উপজেলা পরিষদ।

২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম।

৪। জেলা প্রশাসক, নোয়াখালী।                                           

৫। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সেনবাগ, নোয়াখালী।

১। চেয়ারম্যান, সেনবাগ উপজেলা পরিষদ, সেনবাগ, নোয়াখালী।

২। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, সেনবাগ, নোয়াখালী।

৩। মেয়র, সেনবাগ পৌরসভা, সেনবাগ, নোয়াখালী।

৪। চেয়ারম্যান, ......নং..............................................ইউ,পি (সকল)

৫। উপজেলা........................................................... কর্মকর্তা, (সকল) সেনবাগ, নোয়াখালী।

৬। উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য- (সকল)

৭। নোটিশ বোর্ড সমূহ (সকল সরকারি ও বেসরকারী দপ্তর, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, ইউপি ও পৌর অফিস সমুহ ও উন্মুক্ত স্থান)

 

উপজেলা নির্বাহী অফিসার

মুখ্য নির্বাহী কর্মকর্তা

সেনবাগ উপজেলা পরিষদ                                                                                              সেনবাগ, নোয়াখালী।

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/04/2016